চিকেন পক্স varicella zoster virus দ্বারা আক্রান্ত এক প্রকার রোগ। চিকিৎসার ভাষায় একে জলবসন্ত রোগ বলা হয়।
চিকেন পক্স এর লক্ষণ:
১. প্রাথমিকভাবে গায়ে জ্বর আসে।
২. শরীরে ফোসকার মত দাগ উঠে।
৩. শরীরের অস্বস্তিভাব।
৪. শরীর দুর্বল লাগে।
৫. ব্যক্তি অবসাদগ্রস্ত হয়ে পড়ে।
চিকেন পক্স কি কি করবেন না :
১. বাইরে রোদে যাওয়া যাবে না।
২. যেহেতু এই রোগ অনেক ছোঁয়াচে তাই জনসমাগম এড়িয়ে চলতে হবে।
৩. নখ দিয়ে ক্ষত স্থান চুলকানো যাবে না।
চিকেন পক্স হলে করণীয়:
১. প্রচুর পরিমাণে পানি পান করা।
২. আলো-বাতাস পূর্ণ ঘরে থাকা।
৩. যথাসম্ভব ঠান্ডা স্থানে থাকা।
৪. ভিটামিন যুক্ত খাবার খাওয়া যাতে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
৫. চুলকানির নিরাময় এর জন্য ওষুধ সেবন করা।
Comments
Post a Comment